মাননীয় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ স্বাক্ষরিত চিঠির পরিপ্রেক্ষিতে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ার ক্যাম্পাসে শান্তি, শৃংখলা ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ০৩ ডিসেম্বর ২০২৪, সকালে উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র বিশ্ববিদ্যালয় মিলানায়তনে উপস্থিত শ্রেণী প্রতিনিধি, সকল বিভাগীয় প্রধান, প্রক্টোরিয়াল বডি, হল প্রশাসন, সকল শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং নিরাপত্তা কর্মীর উদ্দেশ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের চিঠি পড়ে শোনান এবং সেই চিঠির মূল প্রতিপাদ্য শান্তি, শৃংখলা ও নিরাপত্তা বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেন। কোন ভাবেই বিশ^বিদ্যালয়ের শান্তি ও শৃংখলা যেন বিঘ্নিত না হয় সে দিকে সবাইকে সর্তক নজর রাখতে বলেন। উপ-পরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলমের সঞ্চালনায় কর্মশালায় উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর সাথে মঞ্চে আসন গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) আবু জাহিদ মোঃ জগলুল পাশা। উল্লেখ্য যে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুষ্ঠু রাখা এবং শিক্ষার মান অক্ষুণ্ন রাখার স্বার্থে সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে মাননীয় শিক্ষা উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত একটি চিঠি গত ২৮ নভেম্বর ২০২৪ তারিখে প্রেরণ করা হয়।