নওগাঁর ধামইরহাটে জমিজমা সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় আতোয়ার হোসেন (৬০) নামে একজন কৃষক মারা গেছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত বল্লা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত কৃষক একই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। এ ঘটনায় মারত্মক ভাবে আহত হয়েছে আরো ৭জন। আহতরা হলো একই এলাকার মোজাম্মেল হক,বাবুল হোসেন,মামুন রেজা,মাহফুজা বেগম,আবেজ উদ্দিন, সাখাওয়াত হোসেন ও আবু তাহের।
মামলা সুত্রে জানা গেছে, উপজেলার আড়ানগর ইউনিয়নের বল্লা মৌজায় ৪৩ শতাংশ জমি নিয়ে ওই এলাকার আনোয়ার হোসেন এবং মৃত আছির উদ্দিন মন্ডলের পরিবারের মধ্যে দির্ঘদিনের দ্বন্দ ছিল। এরই মধ্যে ওই জমিতে আনোয়ার হোসেন সরিষা রোপণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। পরে আনোয়ার হোসেনের নেতৃত্বে শাহজাহান আলী সাগর ও নুর আলম বেলাল আছির উদ্দিনের পরিবারের সদস্যদের উপরে হামলা চালায়। এতে আতোয়ার হোসেন ঘটনাস্থলে মারা যায় এবং ৭জন গুরুত্বর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদান করা হয়। আহত আবেদ উদ্দিন ও মোজাম্মল হকের অবস্থা আশঙ্খাজনক হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রামেক হাসপাতালে রেফার্ড করা হয়। ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, এবিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে। মরদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। আসামিদের দ্রæত আইনের আওতায় আনা হবে।