ভারতে বাংলাদেশ উপদূতাবাসে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে দুপচাঁচিয়ায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ | Daily Chandni Bazar ভারতে বাংলাদেশ উপদূতাবাসে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে দুপচাঁচিয়ায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২৪ ১০:২২
ভারতে বাংলাদেশ উপদূতাবাসে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে দুপচাঁচিয়ায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ
উপজেলা সংবাদদাতা, দুপচাঁচিয়া, বগুড়াঃ

ভারতে বাংলাদেশ উপদূতাবাসে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে দুপচাঁচিয়ায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ

বাংলাদেশী উপ-দূতাবাসে ভারতীয় উগ্র-হিন্দুত্ববাদী শক্তির ন্যাক্কারজনক হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও বাংলাদেশ নিয়ে মমতা ব্যানার্জীর বিরূপ মন্তব্যের প্রতিবাদে দেশপ্রেমিক দুপচাঁচিয়াবাসীর আয়োজনে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩ডিসেম্বর মঙ্গলবার বাদ আসর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গন থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। পরে সিও অফিস বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্য গুনাহার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি শাহজাহান তালুকদার, সহকারী অধ্যাপক খলিলুর রহমান, হাফেজ আবু রায়হান, হাফেজ সাইফুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতা রিয়াদ উদ্দিন প্রমুখ। শেষে হাফেজ দেলোয়ার হোসেন এর পরিচালনায় দোয়া করা হয়।