ভারতে সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে রংপুর মহানগর বিএনপি'র বিক্ষোভ | Daily Chandni Bazar ভারতে সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে রংপুর মহানগর বিএনপি'র বিক্ষোভ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২৪ ১০:২৮
ভারতে সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে রংপুর মহানগর বিএনপি'র বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা, রংপুরঃ

ভারতে সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে রংপুর মহানগর বিএনপি'র বিক্ষোভ

 ভারতের আগরতলায় বাংলাদেশর সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর মহানগর বিএনপি। গতকাল মঙ্গলবার  বিকেলে গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’, ছি’ছি হাসিনা, লজ্জায় বাঁচি না, “মোদি বলে হাসিনা বলো, কেউ রবে নারে, সব শালারা ভাইসা যাবে বঙ্গোপসাগরে, কাদের বলো, ইনু বলো, কেউ রবে নারে, সব শালারা ভাইসা যাবে বঙ্গোপসাগরে” ইত্যাদি ¯েøাগান দিয়ে প্রতিবাদ জানান তারা।
বিক্ষোভ শেষে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন। বিক্ষোভ মিছিলে রংপুর মহানগর বিএনপির ওয়ার্ড পর্যায়, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।