বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | Daily Chandni Bazar বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৩০
বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রেস বিজ্ঞপ্তি

বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার রাতে শহরের কলোনী সংগঠন কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু  করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মতিয়ার রহমান বাবলু। সাধারণ সম্পাদক রনজু ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা খলিলুর রহমান চৌধুরী, উপদেষ্টা আতিকুর রহমান মিঠু, ডাঃ আব্দুল মোমিন রতন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জমির আলী, সহ-সভাপতি আমিনুল হক আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক সুচন্দন সরকার চন্দন, সাংগঠনিক সম্পাদক শ্রী বাসুদেব চন্দ্র ঘোষ, প্রচার সম্পাদক মামুনুর রশিদ মামুন, দপ্তর সম্পাদক রমজান আলী খোকা, কোষাধ্যক্ষ মতিয়ার রহমান মতি, সাংস্কৃতিক সম্পাদক সোহেল আহম্মেদ, সিনিয়র কার্যনির্বাহী সদস্য মাহমুদ কাজল নুর, কার্যনির্বাহী সদস্য হাসান আলী, নুরুল ইসলাম নুরু, তাহেরা জামান লিপি, সাবেক সাধারণ সম্পাদক দুলাল মিয়া, সদস্য শাজাহান আলী, আব্দুল জলিল, সন্তোষ, আলামিন, রুবেলসহ প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন রাকিব আহম্মেদ, রমজান আলী খোকা, লিপি, পুর্নীমা রানি ও শাজাহানসহ নন্দন শিল্পীগোষ্ঠীর অন্যান্য শিল্পীরা। এছাড়া ঢাকা বেতার থেকে আগত অতিথি শিল্পী মতি চৌধুরী গান পরিবেশন করেন। 
 ছবি-ক্যাপশনঃ সোমবার রাতে বগুড়া শহরের কলোনী সংগঠন কার্যালয়ে নন্দন শিল্পীগোষ্ঠীর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। - খবর বিজ্ঞপ্তির