নাটোরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত | Daily Chandni Bazar নাটোরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫২
নাটোরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
নাটোর জেলা সংবাদদাতাঃ

নাটোরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

 নাটোরে নানা আয়োজনে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। "অন্তর্ভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ" এই প্রতিপাদ্য নিয়ে র‍্যালী ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবসের বর্ণাঢ্য র‍্যালীটি নাটোর রাজবাড়ী আনন্দ ভবনের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী আনন্দ ভবনের সামনে শেষ হয়। পরে আননদ ভবনে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ৪২ জন প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল প্রদান করা হয়। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত কুমার প্রসাদ, বিভিন্ন এনজিও কর্মকর্তা ও প্রতিবন্ধী ছেলে মেয়েরা উপস্থিত ছিলেন। 
এসময় বক্তারা বলেন, ৫ আগষ্ট '২৪ ছাত্র জনতার অংশগ্রহনে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। এই অভ্যুত্থানে অংশগ্রহনকারী ছাত্র-জনতার আত্মহুতির বিনিময়ে আমরা বাংলাদেশকে নতুন রূপে  পেয়েছি। তাই এ দেশে প্রতিবন্ধী-অপ্রতিবন্ধী সবার জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। 
গত ৫ আগষ্ট গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র-জনতার স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দেশের সুষ্ঠ, অবহেলিত, পশ্চাৎপদ, দরিদ্র, এতিম প্রতিবন্ধী, গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতাসহ অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে সমাজ কল্পনার মন্ত্রণালয় এবং এর আওতাধীন প্রতিষ্ঠান গুলোতে বহুমুখী কর্মসূচি গ্রহণ করে চলেছে।