রাণীশংকৈলে মাদকসহ বাবা-ছেলে আটক | Daily Chandni Bazar রাণীশংকৈলে মাদকসহ বাবা-ছেলে আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৪
রাণীশংকৈলে মাদকসহ বাবা-ছেলে আটক
উপজেলা সংবাদদাতা, রাণীশংকৈল, ঠাকুরগাঁওঃ

রাণীশংকৈলে মাদকসহ বাবা-ছেলে আটক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ বাবা-ছেলেকে আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে উপশহর নেকমরদে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বাবা ইকবাল হোসেন(৫৫) ও ছেলে রুবেল হোসেন(৩০)কে নিজ বাড়ি থেকে ৮৩ গ্রাম গাঁজা ও ২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
 
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান তাদের দুজনকে মোবাইল কোর্ট এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ২০০ টাকা অর্থদণ্ড ও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া প্রদান করেন।
 
রাণীশংকৈল থানা কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আসামিদেরকে এদিন রাতেই ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।