রায়গঞ্জে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ৫ শিক্ষক বরখাস্ত | Daily Chandni Bazar রায়গঞ্জে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ৫ শিক্ষক বরখাস্ত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২৪ ১১:০১
রায়গঞ্জে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ৫ শিক্ষক বরখাস্ত
উপজেলা সংবাদদাতা, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ

রায়গঞ্জে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ৫ শিক্ষক বরখাস্ত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেছে উপজেলা প্রশাসন।

বরখাস্ত করা শিক্ষকদের মধ্যে রয়েছেন: সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান জিন্নাহ, চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান, ঘুরকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল হক, এবং চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুকিত।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির জানান, "বরখাস্তকৃত শিক্ষকদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে যথাযথ দুর্নীতির প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"