প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২৪ ১১:৪৮
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে এক ইলেকট্রিক মিস্ত্রীর সহযোগীর গলায় ফাঁস লাগনো ঝুলন্ত লাশ উদ্ধার
উপজেলা সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালীঃ
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে সোহান প্রামানিক নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রীর সহযোগী'র সিলিংফ্যানের সাথে গলায় ফাঁস লাগনো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত ৮ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের চর নিশানবাড়িয়া পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের বাংলা শেড রুম নাম্বার বি-৩ এর ভিতর থেকে সোহান প্রামানিক এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত সোহানের বাড়ি পাবনা জেলার সদর থানার হেমায়েতপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মধু প্রামানিকের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়,নিহত সোহান ওই বিদ্যুৎ কেন্দ্রের ম্যানপাওয়ার গাজী এন্টারপ্রাইজ ইলেকট্রিক মিস্ত্রির সহযোগী হিসেবে কর্মরত ছিল। গত দুদিন যাবত শারীরিক অসুস্থতার কারণে কাজে যোগদান করেনি। রুমেই অবস্থান করছিলো। বুধবার সন্ধ্যায় তার সহকর্মীরা এসে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে লাইট জ্বালাতেই তার মরদেহ সিলিংফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে, ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।