আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় অংশ নিতে ভিয়েতনাম যাচ্ছে রাজশাহীর আশরাফী | Daily Chandni Bazar আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় অংশ নিতে ভিয়েতনাম যাচ্ছে রাজশাহীর আশরাফী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:৩৭
আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় অংশ নিতে ভিয়েতনাম যাচ্ছে রাজশাহীর আশরাফী
মোঃ ফয়সাল আলম, রাজশাহীঃ

আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় অংশ নিতে ভিয়েতনাম যাচ্ছে রাজশাহীর আশরাফী

আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় অংশ নিতে ভিয়েতনাম যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী। আগামী ৬ থেকে ৯ ডিসেম্বর ভিয়েতনামের হালংবেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড পুলিশ তায়কোয়ানদো ফেডারেশন এর পৃষ্টপোষকতায়- ২০২৪ এশিয়ান পুলিশ তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপ ।

প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন থেকে রাজশাহীর মারিন আশরাফী (ইন্টারন্যাশনাল ব্লাকবেল্ট ২য় ড্যান ) অংশগ্রহণ করছে। মারিন আশরাফি এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ২ টি স্বর্ণ, ১ টি রৈপ্য ও ২টি তাম্র পদক জয় করেছে।

রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক মোজাফফর হোসেন বুলু বলেন,  আমার স্বপ্ন ভবিষ্যতে এ এসোসিয়েশন থেকে অলিম্পিক খেলোয়াড় গড়ে তোলা। সে লক্ষ্যে আমরা কাজ করছি।