সিরাজগঞ্জ জেলার সয়দাবাদ এলাকায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে র্যাব-১২ এর অভিযানে মাইক্রোবাসসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার হয়েছে।
র্যাবের অভিযান:
গত ৫ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত ৩টা ৫ মিনিটে র্যাব-১২ এর একটি বিশেষ দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ গোলচত্বর এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে একটি হাইস মাইক্রোবাস থামানোর নির্দেশ দিলে সেটি চেকপোস্ট এড়িয়ে পালানোর চেষ্টা করে। তবে র্যাবের তৎপরতায় মাইক্রোবাসটি আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা:
গ্রেফতার হওয়া আসামিরা হলেন:
১. মোঃ জমির খান (৩৯), পিতা-মৃত জহির উদ্দিন, পঞ্চগড়।
২. চাকরিচ্যুত কনস্টেবল মোঃ কামরুজ্জামান (৪৪), ফরিদপুর।
৩. মোঃ জহুরুল শেখ সুমন (৩৩), রাজবাড়ি।
৪. মোঃ মিজানুর রহমান মিন্টু (২৭), কুড়িগ্রাম।
৫. মীর সোহেল হোসেন (২৬), ফরিদপুর।
৬. মোঃ রাজু (৩১), যশোর।
৭. আইয়ুব মোল্লা (৫২), গোপালগঞ্জ।
ডাকাতির পরিকল্পনা:
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় হলেও তারা ঢাকার আশপাশে বসবাস করে এবং ডাকাতির সময় একত্রিত হয়।
উদ্ধার ও মামলা:
ডাকাতির প্রস্তুতিকালে অভিযানের সময় একজনের কাছ থেকে পুলিশের ভুয়া পরিচয়পত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২ এর কর্মকর্তারা জানিয়েছেন, অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। - খবর বিজ্ঞপ্তির