বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু | Daily Chandni Bazar বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৪ ১৯:৩৪
বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

৭৫টি স্টলের সমন্বয়ে বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় শহরের ঠনঠনিয়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। 
বিসিক বগুড়া জেলা কার্যালয়ের আয়োজনে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিসিক কার্যালয়ের উপমহাব্যবস্থাক এ কে এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, সাবেক মেয়র ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিসিক পরিচালক মীর শাহে আলম, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সহ-সভাপতি কবীর আহম্মেদ।
উদ্বোধন শেষে স্টলগুলো পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। এ সময় তারা মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা ও কারুশিল্পীদের সাথে মতবিনিময় করেন। 
মেলায় ৭৫টি স্টল স্থান পেয়েছ। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডার ও খাবার দোকান রয়েছে। মেলা চলবে  ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত।