নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের যদুর মোড় এলাকায় যাত্রীবাহী হেরিটেজ স্লিপার বাস ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হেরিটেজ স্লিপার বাসের চালক আব্দুল করিম (৩০), পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার আমজাদ আলীর ছেলে; ট্রাক চালক আনোয়ার হোসেন (২৮), দিনাজপুর জেলার আহম্মেদ নগরের রফিকুল ইসলামের ছেলে; এবং যাত্রী হাসিনা বেগম, (৫৫), ঠাকুরগাঁও জেলার রানীসংকৈল উপজেলার সুন্দোল গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী।
আহতদের মধ্যে গুরুতর ৯ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার বিবরণ:
দিনাজপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট আরেফিন জানান, ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের রাণীসংকৈলগামী যাত্রীবাহী বাসটি যদুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস ও ট্রাক দুটি রাস্তার উপর দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাস চালক আব্দুল করিম এবং ট্রাক চালক আনোয়ার হোসেন মারা যান।
উদ্ধার অভিযান:
দুর্ঘটনার খবর পেয়ে বীরগঞ্জ থানার ওসি আবদুল গফুর, হাইওয়ে পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। প্রায় তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতদের মধ্যে ১১ জন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল গফুর বলেন, "নিহতদের লাশ এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।"
প্রসঙ্গ:
ঘন কুয়াশা ও বেপরোয়া গতি এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনাস্থলে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও উদ্ধারকাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।