"শেখ মুজিব দেশের ৪ টি পত্রিকা বাদে সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিল" -নাটোরে দুলু | Daily Chandni Bazar "শেখ মুজিব দেশের ৪ টি পত্রিকা বাদে সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিল" -নাটোরে দুলু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২৪ ২৩:০৮
"শেখ মুজিব দেশের ৪ টি পত্রিকা বাদে সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিল" -নাটোরে দুলু
নাটোর জেলা সংবাদদাতাঃ

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, " ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। তবে ফ্যাসিবাদের প্রেতাত্নারা এখনো দেশে বিরাজমান। ফ্যাসিবাদী চক্রান্ত থেমে নেই।   আওয়ামী লীগের রক্ত, মাংস অস্থিতে ফ্যাসিজম মিশে আছে। আওয়ামী ফ্যাসিজম রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে "। 

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে নাটোরে সিংড়া উপজেলা বিএনপির আয়োজনে এক বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন। 
তিনি বলেন, "শেখ মুজিব দেশের চারটি পত্রিকা রেখে সব পত্রিকা নিষিদ্ধ করেছিলেনো"। ইতিহাসের পটপরিক্রমায় আজ আ'লীগের রাজনীতিই বাংলার মাটিতে অঘোষিতভাবে নিষিদ্ধ হয়ে গেছে। দেশের মানুষ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা জোর করে বিনাভোটে টানা চারবার ক্ষমতা দখন করেছে। ৪১ সাল পর্যন্ত ক্ষমতা আকড়ে থাকার স্বপ্নে বিভোর আ'লীগ ক্ষমতা ধরে রাখার জন্য দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারদের হত্যাসহ আওয়ামী বিরোধী দেশের সচেতন হাজার হাজার মানুষকে হত্যা ও গুম করেছে। এই উদ্দেশ্যে তারা আয়না ঘরও বানিয়েছিলো।
তনি আরও বলেন, " এখন তারা ভারতে বসে বাংলাদেশে সংখালঘু নির্যাতনের মিথ্যা গল্প বানিয়ে তারা প্রচারে মগ্ন হয়ে আছে। ভারতে উগ্র হিন্দুদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে বাংলাদেশের প্রতি খেপিয়ে তোলোার অপচেষ্টা করে যাচ্ছে। আ'লীগের ১৬ বছরের শাসন আমলের চাইতে বর্তমোানে বাংলাদেশের সংখালঘুরা অনেক ভালো আছে"শান্তিতে আছে"।
দুলু আরো বলেন, তাদের উপর কোন অত্যাচার, নির্যাতন করা হচ্ছে না। মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু -মুসলিম সু-সম্পর্ক নষ্ট করার পায়তারা চালাচ্ছে। দেশের মানুষকে তাই সচেতন থাকতে হবে। 
সিংড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু'র সভাপতিত্বে কোর্ট মাঠে আয়োজিত সমাবেশে দলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ শামীম হোসেন,উপজেলা যুবদলের সদস্য সচিব তাইজুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিংড়া আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।