বগুড়ায় বিএসআরজেড'র একযুগ পূর্তি উদযাপন | Daily Chandni Bazar বগুড়ায় বিএসআরজেড'র একযুগ পূর্তি উদযাপন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২৪ ২৩:১২
বগুড়ায় বিএসআরজেড'র একযুগ পূর্তি উদযাপন
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বিএসআরজেড'র একযুগ পূর্তি উদযাপন

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাইকারদের গ্রুপ বিএসআরজেড এর ১যুগ পূর্তি উদযাপিত হয়েছে। শুক্রবার রাতে শহরের জলেশ্বরীতলায় যুগপূর্তির এই আয়োজনে আলোচনা সভা ও কেক কর্তন ছাড়াও আতশবাজি ও শেষে বগুড়ার ঐতিহ্যবাহী খাবার আলুঘাটির আয়োজন করা হয়।
২০১২ সালে বগুড়া স্ট্রিট রাইডার্স (বিএসআরজেড) নামে বাইকারদের নিয়ে প্রতিষ্ঠিত এই গ্রুপে বর্তমানে অনলাইন সদস্য রয়েছে প্রায় ১৬ হাজার। মোটরযান আইন মেনে সড়কে নিরাপদ মোটরসাইকেল চালানো নিশ্চিতে বাইকারদের একটি ঐক্যবদ্ধ গ্রুপ হিসেবে বিএসআরজেড প্রায় ১ যুগ ধরে কাজ করে যাচ্ছে। 
যুগপূর্তি উদযাপনের এই আয়োজনে উপস্থিত ছিলেন গ্রুপের প্রতিষ্ঠাতা যথাক্রমে নেওয়াজ শরীফ অনিক, আসাদুল হক জন, নাহিদুল সরকার, নাজমুল ইসলাম প্রিন্স, শিহাব রাব্বি, মনোয়ারুল ইসলাম রকি, গ্রুপের উপদেষ্টাবৃন্দ শেখর রায় ও রাকিবুল সরকার মিশু, গ্রুপের কার্যনির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমে ফরহাদ, মোস্তফা কামাল শাওন, ফখরুল হাসান শুভ, নাফিউল নাহিদ, আতিকুল ইসলাম, রনি মাহমুদ, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে রাকিবুল ইসলাম তুহিন, আশিকুর রহমান রাতুল, সিদরাতুল ইসলাম সৌদ প্রমুখ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা বাইক সেন্টারের স্বত্বাধিকারী আবু মোত্তালিব মানিক, এসিআই মোটরসের সিনিয়র টিএসও সাইফুল হাসান সাইফ, ইয়ামাহা রাইডার্স ক্লাবের মডারেটর জিলালুর রহমান ও স্মার্ট বাইকার এর পক্ষে প্রতিষ্ঠাতা সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বাইকাররা নিরাপদে গাড়ি চালানোর ব্যাপারে নানা দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি  এই গ্রুপের জনবল কে ব্যবহার করে আগামীতে সমাজ ও দেশের কল্যাণে অতীতের ন্যায় নানা ইতিবাচক কর্মকাণ্ড পরিচালনার উদ্যোগ নেয়া হয়।