সিরিয়ায় আসাদের পতন, সরকারি প্রতিষ্ঠান থেকে সেনা বাহিনীকে সরে যাওয়ার নির্দেশ | Daily Chandni Bazar সিরিয়ায় আসাদের পতন, সরকারি প্রতিষ্ঠান থেকে সেনা বাহিনীকে সরে যাওয়ার নির্দেশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ ডিসেম্বর, ২০২৪ ২৩:১১
সিরিয়ায় আসাদের পতন, সরকারি প্রতিষ্ঠান থেকে সেনা বাহিনীকে সরে যাওয়ার নির্দেশ
অনলাইন ডেস্ক

সিরিয়ায় আসাদের পতন, সরকারি প্রতিষ্ঠান থেকে সেনা বাহিনীকে সরে যাওয়ার নির্দেশ

সিরিয়ার 'স্বৈরশাসক' প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স সিরিয়ার দুইজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশে রাজধানী দামেস্ক ছেড়ে গেছেন।

বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী, যারা এই অভিযানের নেতৃত্বে আছে তাদের টেলিগ্রাম হ্যান্ডেলে বলেছে, এর মাধ্যমে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে, এবং এক নতুন যুগের সূচনা ঘটেছে।

রাষ্ট্রীয় টেলিভিশন, রেডিওসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা।

দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে সামরিক বাহিনীকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন এইচটিএসের প্রধান আবু মোহাম্মেদ আল-জোলানি।

তিনি বলেছেন, দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত সিরিয়ার সরকারি প্রতিষ্ঠানগুলো দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রীর অধীনে থাকবে।

দামেস্কের পথে পথে ব্যাপক সংখ্যক মানুষকে উল্লাস করতে দেখা গেছে।

এদিকে, রাজধানীর সবচেয়ে বড় কারাগার সেদনায়া থেকে হাজার হাজার বন্দিকে মুক্ত করেছে বিদ্রোহীরা।

বিদ্রোহীরা বলছে, আসাদ সরকারের নিপীড়নের শিকার শত শত মানুষ যারা কারাবন্দি ও বাড়িঘর ছেড়ে পালিয়ে ছিলেন তারা এখন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন।

সিরিয়ার বিভিন্ন শহর থেকে হেজবুল্লাহ বাহিনী তাদের সৈন্য প্রত্যাহার করেছে। সূত্র: বিবিসি