প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:৫২
বগুড়ায় আইন সহায়তা ফাউন্ডেশনের র্যালি ও মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল সকালে আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন শহরের সাতমাথায় মানবন্ধন কর্মসুচি পালন করে। - চাঁদনী বাজার
আন্তজাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) বগুড়া জেলা কমিটির আয়োজনে বিশ্ব মানবাধিকার উপলক্ষে র্যালি ও মানববন্ধন পালন করা হয় । গতকাল মঙ্গলবার সকালে সেউজগাড়ী মোড় সংগঠনের কার্যালয় হতে আন্তজাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) বগুড়া জেলা কমিটির আয়োজনে বিশ্ব মানবাধিকার উপলক্ষে র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সাতমাথায় এসে মামববন্ধন কর্মসুচি পালন করে। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্বে মানববন্ধন কালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক লতিফুর রহমান লতিফ, আব্দুল রহমান আপেল, আব্দুল জলিল, আহমেদউল্লা মুনু সহপ্রমুখ। বক্তারা বলেন মানুষে আইনের সহায়তার জন্য আজকের মানবাধিকার দিবসে দায়িত্ব ও কর্তব্য জনগণের মাঝে তুলে ধরতে হবে।