আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় মানববন্ধন কর্মসুচি পালন করেছে শাহ সুলতান কলেজ ছাত্রদল। গতকাল সকালে কলেজ প্রাঙ্গনে এ কর্মসুচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার, সাধারন সম্পাদক এম আর ইসলাম পলাশ, ছাত্র নেতা হীরা, রাফি প্রমুখসহ কলেজ ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা। কর্মসুচিতে নেতৃবন্দরা বলেন সৈরাচারের শাসনামলে সারা বাংলাদেশে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তি দিতে হবে এবং সেই সাথে আওয়ামীলীগ ও আইনশৃঙাখলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচার দাবি জানান তারা।