বগুড়ায় পুষ্টি ‘ভার্সেস অফ লাইট’ হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়ায় পুষ্টি ‘ভার্সেস অফ লাইট’ হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৪ ০১:০৬
বগুড়ায় পুষ্টি ‘ভার্সেস অফ লাইট’ হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি

বগুড়ায় পুষ্টি ‘ভার্সেস অফ লাইট’ হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত

ছবি- বিজ্ঞপ্তির

দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান টি. কে. গ্রুপের তত্ত্বাবধানে পুষ্টি ‘ভার্সেস অফ লাইট’ হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। তরুণ হাফেজদের প্রতিভা অন্বেষণ ও সম্মান জানানো এই প্রতিযোগিতার অডিশন পর্ব বর্তমানে দেশব্যাপী চলছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বগুড়া সদরের মাদ্রাসাতুল মদিনায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার একটি অডিশন। দিনব্যাপী আয়োজনে প্রায় ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। কঠোর মূল্যায়নের পর মূল পর্বের জন্য চূড়ান্তভাবে ২ জন প্রতিযোগীকে নির্বাচিত করা হয়।

পুষ্টি ‘ভার্সেস অফ লাইট’ প্রতিযোগিতার স্লোগান “কণ্ঠে ছড়াক পবিত্র বাণী”, যা উদীয়মান হাফেজদের তেলাওয়াত দক্ষতা ও প্রতিভাকে উৎসাহিত করার জন্য প্রণোদনা তৈরি করেছে। অডিশন দিনজুড়ে মাদ্রাসা প্রাঙ্গণ প্রতিযোগীদের সমৃদ্ধ তেলাওয়াতে মুখর হয়ে ওঠে।

প্রতিযোগিতার মূলপর্বে বিচারক হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী ব্যক্তিত্ব ক্বারী শেখ আহমদ বিন ইউসুফ আল-আজহারী (ইক্বরা চেয়ারম্যান), জর্ডানের ইসলামী স্কলার হাতেম জামিল মাহমুদ সুহেমাত এবং সৌদি আরবের সাবেক ইমাম হাফেজ মাওলানা আবদুল কাদের রহমানী।

আগামী পবিত্র রমজান মাসে এই প্রতিযোগিতার মূলপর্ব সম্প্রচারিত হবে জনপ্রিয় চ্যানেল ডিবিসিতে। বিজয়ীদের জন্য রয়েছে সম্মিলিতভাবে ৪০ লক্ষ টাকার সমমানের পুরস্কার। এই প্রতিযোগিতায় ১৬ বছর বা তার কম বয়সী প্রতিযোগীরা অংশ নিতে পারবেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা নির্বাচিত হবে এবং প্রতিটি অঞ্চলের শীর্ষ প্রতিযোগীরা ঢাকায় গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাবে। রেজিস্ট্রেশনের জন্য http://www.pustiversesoflight.com লিংকে ভিজিট করার জন্য বলা হয়েছে। 

পুষ্টি ‘ভার্সেস অফ লাইট’ প্রতিযোগিতার পরবর্তী অডিশন আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রংপুর সিটি করপোরেশনের নিসবেতঞ্জ নূরাণী হিফজুল কুরআন মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই আয়োজন।

হিফজুল কোরআন প্রতিযোগিতাটি তরুণ প্রজন্মকে পবিত্র কোরআন চর্চায় আরও নিবেদিত করে তুলতে ও জাতীয় পর্যায়ে তাদের সম্মানিত করতে বিশেষ ভূমিকা রাখছে। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং ইখলাস, ইলম ও ঈমানের চেতনায় দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করার এক মহৎ প্রচেষ্টা। - খবর বিজ্ঞপ্তির