প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৪ ০১:২৪
বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০৪ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ
উপজেলা সংবাদদাতা , কলাপাড়া,পটুয়াখালী
: পটুয়াখালীর কলাপাড়ায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ১০৪ জন নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় দুপুরে উপজেলা পরিসদ চত্বরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় লটারির মাধ্যমে নিবন্ধিত জেলেদের মাঝে এসব বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ইসলাম, বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা: মারুফ বিল্লাহ খান, সিপিপি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,কলাপাড়া প্রেসক্লাব আহবায়ক মো: হুমায়ূন কবির প্রমূখ।