প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৪ ০২:১৯
আ'লীগ সকল শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে গেছে- নাটোরে দুলু
নাটোর জেলা সংবাদদাতাঃ
বিএনপির জাতীয় কমিটির সদস্য ও সাবেক ভূমি উপমন্ত্রী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা আমাদের দেশের প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ পর্যায়ে সকল স্তরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামীলীগের শাসন আমলে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বিসিএস পরীক্ষার প্রশ্ন অর্থের বিনিময়ে কেনা বেচা হয়েছে। টাকার কাছে মেধাবীরা পরাজিত হয়েছে। শিক্ষক নিয়োগে বানিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে আ'লীগের নেতা কর্মীরা। হাসিনা সরকার আমলে টাকা ছাড়া মেধার ভিত্তিতে কেউ চাকরী পায়নি। ছাত্র জনতাই দেখিয়ে দিয়েছে কোন প্রকার বৈষম্যই এই বাংলায় ঠাই হবেনা। আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে স্বমহিমায় ফিরিয়ে আনতে নবীন প্রবীন ছাত্র শিক্ষক সহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজের নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এন এস সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপাধাক্ষ্য প্রফেসর মোঃ আব্দুল বারি মির্জা, নবীন বরন অনুষ্ঠানের সভাপতি আব্দুল মতিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, এন এস কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি সানোয়ার হোসেন তুষার,জি এস শহিদুল্লাহ সোহেল, কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়ের হোসেন প্রমুখ।
দুলু আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়া অনেক কষ্টের। আওয়ামীলীগ তো দিনের ভোট রাতে করেছে। জনগণের ভোটের কোন দরকার হয়নি তাদের। তারা জনগণের মনের ভাষা বুঝতে চায়নি। গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা বন্ধ করে দিয়ে প্রশাসনের সহযোগিতায় জনমত ছাড়াই ক্ষমতা দখল করে একদলীয় দুঃশাসন কায়েম করেছে। তারা শুধু এমপি মন্ত্রী হয়ে দেশের সম্পদ লুটপাট করে নিজেদের সম্পদশালী করতে ব্যস্ত ছিল। তিনি বলেন এই নাটোরে কোন শিল্প কারখানা তারা গড়ে তুলে নি। অথচ আমি( দুলু) এমপি থাকা কালীন প্রাণ গ্রুপের মালিক কে বলে এই নাটোরে প্রাণের ফ্যাক্টরী করেছিলাম। যেখানে এখন হাজার হাজার মানুষ কর্মসংস্থান পেয়েছে। ভবিষ্যতে যদি কষমতায় আসতে পারি তবে নাটোরে নতুন শিল্প কারখানা গড়ে তুলবো। বেকারত্ব দূরীকরণে চাকরির ব্যবস্থা করবো। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন উপযুক্ত শিক্ষা গ্রহন করো চাকরীর ব্যবস্থা আমি করবো।
পরে নবীনদের জন্য এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। "কুড়েঘর" নামক ব্যান্ড দল সংগীত পরিবেশন করেন।