সিরাজগঞ্জের শাহজাদপুরে দেড় মাস যাবৎ নিখোঁজ হওয়া পঞ্চম শ্রেণির ছাত্র শামীম হোসেনের হদিস মেলেনি। পুত্রের সন্ধানে ব্যাকুল মা শাহিনুর খাতুন সহ পরিবারের লোকেরা । শামীম অপহরণ নাকি নিখোঁজ তানিয়ে এলাকায় রয়েছে জল্পনা কল্পনা।
জানা যায়, গত ২৮ অক্টোবর সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা রাস্তার মোড় থেকে শামীম নিখোঁজ হয়। খোঁজা খুঁজির পরও সন্ধান না পেয়ে থানায় জিডি করেন তার মা শাহিনুর খাতুন। নিখোঁজ শামীম হোসেন (১৩) একই গ্রামের মাইদুল ইসলামের ছেলে।
এদিকে সন্তান হারানোর বেদনা নিয়ে মা শাহিনুর খাতুন সাংবাদিকদের জানান, সন্তান নিখোঁজ হওয়ার পর পরিবারের সবাই উৎকণ্ঠার মধ্যে রয়েছে। জানি না আমার ছেলেটা বেঁচে আছে কি না। ওর অপেক্ষায় ৪৫ দিন ধরে পথ চেয়ে আছি। থানায় জিডিও করেছি। দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ সহ কেউ আমার সন্তানের কোন সন্ধান দিতে পারেনি। আল্লাহ যেন আমার সন্তানকে দ্রুত ফিরিয়ে দেয়।
শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ ( ওসি) মো. আছলাম আলী জানান , ওই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় ২১ নভেম্বর একটি সাধারণ ডায়েরি করেছে তার মা ও পরিবারের লোক । তিনি আরো জানান, পূর্বেও একবার এই শামীম হোসেনের নিখোঁজের ঘটনা ঘটেছিল বলে আমরা জানতে পেরেছি। আমরা বিষয়টা দেশের প্রত্যেক থানায় অবহিত করেছি এবং সেই সঙ্গে শিশুটিকে দ্রুত খুঁজে বের করতে সব ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছি