নলডাঙ্গায় রাতের আঁধারে খড়ের গাদায় আগুন | Daily Chandni Bazar নলডাঙ্গায় রাতের আঁধারে খড়ের গাদায় আগুন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৪ ২৩:৫৬
নলডাঙ্গায় রাতের আঁধারে খড়ের গাদায় আগুন
নাটোর জেলা সংবাদদাতাঃ

নলডাঙ্গায় রাতের আঁধারে খড়ের গাদায় আগুন

নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়নের জামতৈল গ্রামে এক কৃষকের বাড়িতে রাতের আঁধারে খড়ের গাদায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শত্রুতাবশত পরিকল্পিতভাবে খড়ের গাদা পুড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সামাদের। 

তিনি জানান বুধবার(১১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়েই দেখতে পান তার খড়ের গাদায় আগুন জ্বলছে। এসময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে এবং সবাই মিলে আগুন নিভায়। এতে অন্যদের খড়ের গাদা সহ ঘরবাড়ি আগুন থেকে রক্ষা পায়। 
পড়ে যাওয়া গাদায় প্রায় ১৫ বিঘা জমির খড় ছিল যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। কৃষক আব্দুস সামাদ এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার দাবি করেন। তিনি এ ব্যাপারে নলডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান। 
এ ব্যাপারে নলডাঙ্গা থানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ অনুযায়ী বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।