ঘন কুয়াশার সঙ্গে বইছে হিম বাতাস, তীব্র শীতে কাবু দক্ষিনের সাধারন মানুষ | Daily Chandni Bazar ঘন কুয়াশার সঙ্গে বইছে হিম বাতাস, তীব্র শীতে কাবু দক্ষিনের সাধারন মানুষ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০৮
ঘন কুয়াশার সঙ্গে বইছে হিম বাতাস, তীব্র শীতে কাবু দক্ষিনের সাধারন মানুষ
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালীঃ

ঘন কুয়াশার সঙ্গে বইছে হিম বাতাস, তীব্র শীতে কাবু দক্ষিনের সাধারন মানুষ

পটুয়াখালীর কলাপাড়ায় ঘন কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হিম বাতাস। তীব্র শীতে কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। ঘন কুয়াশায় ঘনত্বে বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
 
 আজ শুক্রবার সকাল নয়টা জেলার কলাপাড়ায় এ মৌসুমের সর্বনিম্ন ১১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করছে খেপুপাড়া আবহাওয়া অফিস। তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। চরম বিপাকে পড়েছেন গভীর সাগরে অবস্থানরত মাছ শিকারী জেলেরা। খড়কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন হতদরিদ্ররা। এদিকে জেলার সকল হাসপাতালগুলোতে বেরেছে ঠান্ডা জনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।