প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:২১
উল্লাপাড়ায় ২৮ লাখ টাকাসহ ডাচ বাংলা ব্যাংকের ২ কর্মচারীকে অপহরণ
সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
উল্লাপাড়ার ডার্চ বাংলা এজেন্ট ব্যাংকের সাড়ে ২৮ লাখ টাকাসহ ২ কর্মচারীকে অপহরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌর শহরের সহকারি আকবর আলী কলেজের পাশের রাস্তা দিয়ে বিশ্বরোডে ওঠার সময় মোহাম্মদ আলী মোড় থেকে মাইক্রোবাস পথ রোধ করে এই দুজনকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। এরা হলেন, উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের মামুন হোসেন (২৩) এবং মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)। দুইজনই এজেন্ট ব্যাংকিং এর কর্মচারী।
ডার্চ বাংলা ব্যাংকের এজেন্টে মীর বাবু জানান, ঘটনার সময় একটি ব্যাগে করে সাড়ে ২৮ লাখ টাকা নিয়ে মোটর সাইকেলে তার কর্মচারী মেরাজ ও মামুন উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে টাকা দিতে যাচ্ছিলেন। সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তায় অপহরণকারীরা একটি মাইক্রোবাস নিয়ে তাদের গতিরোধ করে। ৫/৬ জন রাবের পোষাক পরিহিত অপহরণকারী মাইক্রো থেকে নেমে উল্লিখিত দুই কর্মচারীর মুখ চেপে ধরে জোর পূর্বক তাদের মাইক্রোতে তুলে হাটিকুমরুল হাইওয়ে রাস্তা দিয়ে চলে যায়। মোটর সাইকেলটি রাস্তার পাশেই পড়ে থাকে। তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে উল্লাপাড়া থানা পুলিশকে অবহিত করেন।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নিয়ামুল হক জানান, বিষয়টি জানতে পেরে বিভিন্ন সংস্থাকে অবহিত করেন। পরে তার পুলিশ বাহিনী নিয়ে তদন্ত শুরু করেন। আনুমানিক রাত ১০ টার দিকে অপহৃত দুই কর্মচারীকে তাড়াশ উপজেলার চলনবিল এলাকার ৯ ও ১০ নম্বর ব্রীজের মধ্যর্বতী স্থান থেকে হাত-পা বাধাঁ অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে বিষয়টা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।