নওগাঁর রাণীনগরে দুই কৃষকের গোয়াল ঘরের দরজার তালা কেটে ঘর থেকে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কাশিমপুর ইউনিয়নের সর্বরামপুর হটাৎপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
চোরেরা সর্বরামপুর হটাৎপাড়া গ্রামের আসাদুল মন্ডলের বাড়ির গোয়াল ঘর থেকে দুইটি গরু ও দসরত আলী প্রামানিকের বাড়ি থেকে বাছুরসহ তিনটি গরু চুরি করে নিয়ে গেছে।
আসাদুল মন্ডল জানান, আমার দুইটা গরু গোলায় ঘরে ছিল। রাত আনুমানিক ২টার দিকে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরের তালা কাটা, ঘরে থাকা দুই গরুই নাই। চোরেরা বাড়ির গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে গোয়াল ঘর থেকে দুইটা গরু চুরি করে নিয়ে গেছে।
দসরতের ছেলে মো. ইদ্রিস প্রামানিক জানান, রাত আড়াইটার দিকে আমার চাচি চিৎকার করতে লাগলে আমি ঘুম থেকে উঠি। এরপর বের হয়ে দেখি আমাদের গোয়াল ঘরের তালা নেই। গোয়াল ঘরে ঢুকে দেখি বাছুরসহ তিনটা গরু নিয়ে গেছে চোরেরা। এ চুরির ঘটনাটি রাতেই থানা পুলিশকে জানানো হয়েছে।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়েছিল। গরু উদ্ধার করাসহ চোরদের গ্রেফতারের চেষ্টা চলছে।