রাজশাহীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ | Daily Chandni Bazar রাজশাহীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:২৬
রাজশাহীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ
রাজশাহী সংবাদদাতাঃ

রাজশাহীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

রাজশাহীতে বইছে মৃদু শৈত্য প্রবাহ। বাড়ছে শীত। সকালেই কুয়াশা কাটলেও কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়ছে মানুষ। উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শুক্রবার সকালে রাজশাহীতে রেকর্ড করা হয়েছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি বছরের সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে সেটাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। সেই হিসেবে আবহাওয়া অফিস এটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলছে।

রাজশাহী আঞ্চলিক আবহাওয়া অফিসের ইনচার্জ অহিদুল ইসলাম জানান, পঞ্চগড়ের পর শুক্রবারে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা।

শুক্রবার সকালে রাজশাহীতে রোদ উঠলেও উত্তাপ ছড়াচ্ছে না প্রকৃতিতে। ফলে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে সর্বত্র।

অন্যদিকে গত কয়েকদিনের বৈরি আবহাওয়ার কারণে রাজশাহীতে দরিদ্র ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ বেড়েছে দরিদ্র মানুষের। ঠান্ডার কারণে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্তরা ভিড় করছেন হাসপাতালে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক উম্মে ছালমা বলেন, ঘন কুয়াশার কারণে বিভিন্ন রোগ-বালাইয়ের আক্রমণসহ নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এভাবে বেশিদিন ঘন কুয়াশা থাকলে রবি ফসলের কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে।