শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা কমিটি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল শোক মিছিল, বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি এক মিনিট নীরবতা পালন এবং সাতমাথা পার্টি কার্যালয়ে আলোচনা সভা।
জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে এবং শুভ শংকর গুহ রায় বাবুনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মো. আমিনুল ফরিদ, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, কমরেড এনামুল হক মুকুল, কমরেড সাজেদুর রহমান ঝিলাম, কমরেড সাবেকুন নাহার যুথি, ক্ষেতমজুর নেতা লিয়াকত আলী কাক্কু, যুবনেতা সাইদুর রহমান পারভেজ প্রমুখ।
আলোচকরা বলেন, "১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহায়তায় দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে ছিলেন শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পীসহ অনেক গুণীজন। তাদের হত্যা করার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করা।"
বক্তারা আরও বলেন, "মুক্তিযুদ্ধের ৫৩ বছর পার হলেও আজও স্বাধীনতার অঙ্গীকার - সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার বাস্তবায়িত হয়নি। বৈষম্যমুক্ত ও শোষণহীন বাংলাদেশ প্রতিষ্ঠার পরিবর্তে দেশ উল্টো পথে চলছে। ধনী আরও ধনী হচ্ছে, গরিব আরও গরিব হচ্ছে।"
আলোচকরা দ্রুত শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং তাদের স্মৃতিরক্ষা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, "আমাদের প্রতিশ্রুতি হলো, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। বৈষম্যহীন, শ্রেণীহীন এবং শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো।"