বুদ্ধিজীবী দিবসে বগুড়া জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা | Daily Chandni Bazar বুদ্ধিজীবী দিবসে বগুড়া জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪ ২৩:১৬
বুদ্ধিজীবী দিবসে বগুড়া জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক

বুদ্ধিজীবী দিবসে বগুড়া জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

শনিবার বিকাল ৪টায় সদরের ফাঁপোড় ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থিত বধ্যভূমিতে জেলা প্রশাসনের উদ্যোগে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। - চাঁদনী বাজার

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় সদরের ফাঁপোড় ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থিত বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ শফিউল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউল করিম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার, আব্দুল করিম, আরাফাত হোসেন, জেলা ম্যাজিস্ট্রেট পি.এম. ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুর রশিদ, মো: মোতাহার হোসেন, সমাজসেবা বগুড়ার উপ-পরিচালক আবু সাঈদ মো: কাওছার রহমান।