বগুড়ার কাহালুতে ২২ পরিবারের চালে ব্যতিক্রমী নবান্ন উৎসব | Daily Chandni Bazar বগুড়ার কাহালুতে ২২ পরিবারের চালে ব্যতিক্রমী নবান্ন উৎসব | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪ ২৩:৩৭
বগুড়ার কাহালুতে ২২ পরিবারের চালে ব্যতিক্রমী নবান্ন উৎসব
খবর বিজ্ঞপ্তিঃ

বগুড়ার কাহালুতে ২২ পরিবারের চালে ব্যতিক্রমী নবান্ন উৎসব

বগুড়ার কাহালু উপজেলার আল্লামের তাকিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ শহীদ মিনার চত্বরে প্রভাতী থিয়েটারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী নবান্ন উৎসব। ‘ঘরে ঘরে নবান্নের ঘ্রাণ, জেগে উঠুক বাঙালির আপন প্রাণ’ শ্লোগানে উজ্জীবিত এ আয়োজনটি এলাকার কৃষকদের মাঝে ব্যাপক আনন্দের বার্তা পৌঁছে দেয়।

শনিবার দুপুরে আমন্ত্রিত অতিথিদের নতুন চালে তৈরি ক্ষীর এবং ১৩ প্রকার সবজি দিয়ে রান্না করা খিচুড়ি পরিবেশনার মাধ্যমে উৎসবের সূচনা হয়। এই আয়োজনের বিশেষত্ব ছিল, ২২টি পরিবারের সামান্য করে দেওয়া চাল এবং ১৩ প্রকার সবজি দিয়ে রান্না করা খাবার কৃষকদের মুখে তুলে দেওয়া। এতে কৃষকেরাও ছিলেন বেশ আনন্দিত।

উদ্বোধনী পর্বে আল্লামের তাকিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ টিএম ফেরদৌস আলম পলাশ ফিতা কেটে দুজন কৃষকের মুখে পায়েস ও খিচুড়ি তুলে দেন। বিকেলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে দেশাত্মবোধক গান, নৃত্য, কবিতা আবৃত্তি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় পাঁচপীর মাজার বালিকা বিদ্যালয় ও প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে বকুল গাছের চারা তুলে দেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ মাসুদ হাসান রুনজু। এছাড়া, প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করেন দিশারী ফুডস লিমিটেডের চেয়ারম্যান এম রহমান সাগর।

সন্ধ্যায় শহীদ মিনারে ৫৪টি মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়। প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. জান্নাতুল ফেরদৌস এই কর্মসূচির শুভ সূচনা করেন। এরপর "রণাঙ্গনে প্রতাপপুর-বামুজা যুদ্ধ" শীর্ষক আলোচনা সভায় যুদ্ধকালীন স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাঁচপীর মাজার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান খান। আলোচনা শেষে প্রভাতী থিয়েটারের পরিবেশনায় ও মো. আব্দুল বাছেদ তনুর রচনা ও নির্দেশনায় লোকনাট্য "লবান" মঞ্চস্থ হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি আজিজার রহমান তাজ, সাংবাদিক জিয়া শাহিন, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, স্থানীয় বিএনপি নেতা আব্দুর রশিদ, সেলিম রেজা, কবি সিকতা কাজল, কবি আবু রায়হান, নাগর থিয়েটারের ইনছান, মেম্বার আশিকুর রহমান, ভাইস চেয়ারম্যান আখতারুন নেছা এবং সাবেক ভাইস চেয়ারম্যান আফরোজ আক্তার রুমি প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাতী থিয়েটারের সভাপতি আব্দুল বাছেদ তনু।