যমুনার চরে মাসকালাই চাষে সাফল্য পেয়েছেন কাজিপুরের কৃষক | Daily Chandni Bazar যমুনার চরে মাসকালাই চাষে সাফল্য পেয়েছেন কাজিপুরের কৃষক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪ ২৩:৪৮
যমুনার চরে মাসকালাই চাষে সাফল্য পেয়েছেন কাজিপুরের কৃষক
আবু তৈয়ব সুজয়, কাজিপুর, সিরাজগঞ্জ

যমুনার চরে মাসকালাই চাষে সাফল্য পেয়েছেন কাজিপুরের কৃষক

যমুনা নদী বিধৌত সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা। প্রতিবছর বন্যার পানিতে তলিয়ে যায় উপেজলার চরাঞ্চল গুলো। পানি নেমে যাওয়ার পর পরই চরের মাটিতে ব্যাপক পলি জমে। আর এই মাটিতে রবি মৌসুমে মাষকালাইয়ের ফলন হয় অত্যাধিক। আগের বছরের তুলনায় এইবছরও বাজার দাম ভালো থাকার আশায় কৃষকের। 

 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় ৪৭৫ হেক্টর মাষকলাই চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকেরা এ লক্ষ্যমাত্রা ছেড়েও লাভজনক এ ফসলের চাষাবাদ করেছে। 
 
স্থানীয় অনেক কৃষক জানান, প্রতি বছরের ন্যায় এবারো উপজেলার চরাঞ্চলে মাসকালাই চাষ বৃদ্ধি পেয়েছে। এ চাষাবাদে খরচ কম ও লাভ বেশি হয়ে থাকে। মাস কলাই ভাদ্র মাসে বুনে অগ্রাহায়ন মাসে কাটা ও মাড়াই করা হয়। এতে বিঘা প্রতি প্রায় ৫ মন ফলন উৎপাদন হয়। তবে এ চরাঞ্চলের বিশেষ করে নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, চরগিরিশ, মনসুর নগর ও নিশ্চিন্তপুর ইউনিয়নের চরাঞ্চলে এ চাষাবাদ বেশি হয়ে থাকে।
 
কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, এ উপজেলার চরাঞ্চলে এবার‍ও মাসকালাইয়ের আশানুরূপ ফলন হয়েছে। দাম ভালো থাকায় কৃষকেরা এখন খুশি। এ চাষাবাদে কৃষকেদর পরামর্শ দেয়া হয়ে থাকে। এ লাভজনক চাষাবাদ আগামীতে আরো বাড়তে পারে।