তাড়াশে পূর্বশত্রুতার জেরে কৃষকের ১০ বিঘা ভুট্টার জমিতে বিষ প্রয়োগ | Daily Chandni Bazar তাড়াশে পূর্বশত্রুতার জেরে কৃষকের ১০ বিঘা ভুট্টার জমিতে বিষ প্রয়োগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:৩০
তাড়াশে পূর্বশত্রুতার জেরে কৃষকের ১০ বিঘা ভুট্টার জমিতে বিষ প্রয়োগ
উপজেলা সংবাদদাতা, তাড়াশ, সিরাজগঞ্জঃ

তাড়াশে পূর্বশত্রুতার জেরে কৃষকের ১০ বিঘা ভুট্টার জমিতে বিষ প্রয়োগ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের পোঁয়াতী মৌজায় পূর্বশত্রæতার জেরে কৃষক খোকন সরকার নামের এক কৃষকের ১০ বিঘা ভুট্টার জমি নষ্ট করার অভিযোগ উঠেছে। খোকন সরকারের জমিতে বিষ প্রয়োগের মাধ্যমে ভুট্টার গাছ পঁচানো ও পোড়ানো হয়েছে, যার ফলে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক খোকন সরকার ১৫ ডিসেম্বর রবিবার তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। খোকন সরকার নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বামনবাড়িয়া গ্রামের আবুল হোসেন সরকারের ছেলে এবং সগুনা ইউনিয়নের পোঁয়াতী গ্রামের বেলাল হোসেনের মেয়ে জামাই।

লিখিত অভিযোগ অনুযায়ী, খোকন সরকার দুই মাস আগে ১০ বিঘা জমি লীজ নিয়ে প্রায় ৩৫ হাজার টাকা ব্যয়ে ভুট্রার বীজ লাগান। ভুট্টা লাগানোর পর থেকে জমিতে নিয়মিত সার ও কীটনাশক প্রয়োগ করা হচ্ছিল। কিন্তু গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে কিছু অজ্ঞাত ব্যক্তি তার জমিতে পঁচানো ও পোড়ানো বিষ প্রয়োগ করে ভুট্টার গাছ নষ্ট করে ফেলে।

এ বিষয়ে খোকন সরকার জানান, শনিবার সকালে তিনি লোক মারফত বিষয়টি জানতে পেরে তার জমিতে গিয়ে ভুট্টার গাছ পঁচা ও পোড়ানো দেখে হতবাক হন।

তাড়াশ থানার ওসি আসলাম হোসেন বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।