বগুড়ার তাহফিজুল মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শীতবস্ত্র বিতরণ | Daily Chandni Bazar বগুড়ার তাহফিজুল মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শীতবস্ত্র বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:৩৭
বগুড়ার তাহফিজুল মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার তাহফিজুল মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শীতবস্ত্র বিতরণ

রবিবার দুপুর ১২টায় রোটারী ক্লাব অব বগুড়া এবং রোটারী ক্লাব অব শাহবাগ ঢাকার পক্ষ থেকে মালতিনগর তাহ্ফিজুল কোরআন অন্ধ হাফেজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। -ছবি বিজ্ঞপ্তির

 রবিবার দুপুর ১২টায় রোটারী ক্লাব অব বগুড়া এবং রোটারী ক্লাব অব শাহবাগ ঢাকার পক্ষ থেকে মালতিনগর তাহ্ফিজুল কোরআন অন্ধ হাফেজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটা. মো. সাইরুল ইসলাম, ক্লাব সেক্রেটারী রোটা. শাহ্ মো. মাহমুদুর রহমান জনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বগুড়ার পাস্ট প্রেসিডেন্ট রোটা. এম.এ জিন্নাহ, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মো. মোস্তাফিজার রহমান, ভাইস প্রেসিডেন্ট রোটা. সাজেদুল বারী লিখন, ডাইরেক্টর রোটা. মো. সানাউল হক দুলাল, জয়েন্ট সেক্রেটারী রোটা. মো. নবিউল ইসলাম নয়ন, রোটা. এ্যাড. মো. শফিকুল ইসলাম শফিক, সার্জেন্ট-এ্যাট-আর্মস রোটা. মো. রফিকুল ইসলাম রফিক, অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মো. মোকাদ্দেস হোসেন সহ আরও অনেকে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, সকল ধর্মের মূলমন্ত্র-মানবসেবাই পরম ধর্ম। পৃথিবীর বিভিন্ন দেশে রোটারিয়ানরা মানবসেবামূলক কাজ করছে। দেশের দুর্যোগ-দুর্বিপাকে রোটারী ক্লাব এগিয়ে আসছে। সুখে-দুঃখে মানুষের পাশে থেকে কাজ করছে।