প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪ ০১:৩১
নাটোরের নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত
নাটোর জেলা সংবাদদাতাঃ
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযত মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
১৬ই ডিসেম্বর সোমবার সকাল ৬.৪১ মিনিটে নলডাঙ্গা উপজেলা শহীদ মিনারে, শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন স্টল বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত স্টল পরিদর্শন করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রেদুয়ানুল হালিম, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তিত্ব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মহান বিজয় দিবস উপলক্ষে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ , বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়িক, সাংবাদিক ও গুণীজনেরা।