মহান বিজয় দিবস উপলক্ষে সিপিবি বগুড়া জেলা কমিটির কর্মসূচি পালিত | Daily Chandni Bazar মহান বিজয় দিবস উপলক্ষে সিপিবি বগুড়া জেলা কমিটির কর্মসূচি পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪ ০১:৪৫
মহান বিজয় দিবস উপলক্ষে সিপিবি বগুড়া জেলা কমিটির কর্মসূচি পালিত
খবর বিজ্ঞপ্তিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে সিপিবি বগুড়া জেলা কমিটির কর্মসূচি পালিত

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা কমিটি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।

সকাল ৮টায় সিপিবি বগুড়া জেলা নেতৃবৃন্দ শহীদ খোকন পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের লাখো শহীদের প্রতি পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সকাল ৯টায় সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে এবং সাজেদুর রহমান ঝিলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আমিনুল ফরিদ, কমরেড হাসান আলী শেখ, কমরেড মতিউর রহমান, কমরেড লিয়াকত আলী কাক্কু, কমরেড শাহনিয়াজ কবির খান পাপ্পু, কমরেড ফারহানা আক্তার শাপলা, কৃষক নেতা হুমায়ুন কবির এবং যুবনেতা সাইদুর রহমান পারভেজ।

আলোচনায় বক্তারা বলেন, “মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন—সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ, অর্থাৎ সমাজতান্ত্রিক বাংলাদেশ, আজও প্রতিষ্ঠিত হয়নি। যতদিন শোষণ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত না হবে, ততদিন কমিউনিস্ট পার্টি দেশের গরিব মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে লড়াই-সংগ্রাম চালিয়ে যাবে। আমরা লাখো শহীদের রক্ত বৃথা যেতে দেব না।”

আলোচনা সভায় নেতৃবৃন্দ সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।