প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪ ০১:৫০
মহান বিজয় দিবসে পায়রা বন্দরে নৌবাহিনীর যুদ্ধজাহাজ উন্মুক্ত
উপজেলা সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালীঃ
মহান বিজয় দিবস উপলক্ষে কলাপাড়ায় জনসাধারণের জন্য যুদ্ধজাহাজ উন্মুক্ত করলেন বাংলাদেশ নৌবাহিনী। এ উপলক্ষে পায়রা বন্দর নৌজেটিতে বানৌজা অপরাজেয় জাহাজটি সোমবার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যবস্থা করেন শের-ই-বাংলা নৌঘাঁটি কর্তৃপক্ষ। স্থানীয় সাধারন মানুষ জাহাজটি পরিদর্শন করে অত্যান্ত উৎসাহ প্রকাশ করেন।
শের-ই-বাংলা নৌঘাটি কৃর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার বাদ যোহর নৌ অঞ্চল সমূহের মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী নৌবাহিনীর শহীদদের সমাধীস্থলে গার্ড অব অনার ও পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া দেশের সকল নৌঘাঁটিসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসাধারণের পরিদর্শনের জন্য যুদ্ধ জাহাজ উন্মুক্ত করা হয়। এজন্য শের-ই-বাংলা নৌঘাঁটি কর্তৃপক্ষ পায়রা বন্দর সার্ভিস জেটিতে বানৌজা অপরাজেয় যুদ্ধ জাহাজটি জনসাধারনের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখেন।
নৌবাহিনীর জাহাজ ও মিউজিয়াম পরিদর্শন করে দর্শনার্থী ইব্রাহিম মল্লিক বলেন, জাহাজটি ঘুরে দেখে আমার খুব ভালো লাগলো। এখানে অনেক কিছু জানতে পেরেছি।
সালমা আক্তার নামের অপর এক দর্শনার্থী বলেন, সচরাচর আমাদের এই জাহাজগুলো দেখার সুযোগ হয় না। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী জাহাজটি জনসাধারণের জন্য উন্মুক্ত করায় আমাদের দেখার সুযোগ হয়েছে।
বানৌজা অপরাজেয় জাহাজের কমান্ডার এস এম এলমে আজম বলেন, আজকের এই দিনে জনসাধারণের জন্য জাহাজটি উন্মুক্ত করায় সাধারণ মানুষ ও নৌবাহিনীর মধ্যে সম্পর্কের উন্নয়ন হবে। এছাড়া, নতুন প্রজন্ম আমাদের সম্পর্কে জানতে পারছে। দেশ গঠন ও দেশ সেবায় বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানের জন্য তারা উদ্বুদ্ধ হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।