বগুড়া থেকে প্রকাশিত দৈনিক চাঁদনী বাজার পত্রিকার সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সম্পাদক, সাবেক ছাত্র নেতা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মো. ওবায়দুল ইসলাম বাংলাদেশ লিগ্যাল এইড ফাউন্ডেশন (রেজিস্টার্ড)-এর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
এই অর্জনে দৈনিক চাঁদনী বাজার পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তার নতুন দায়িত্বশীল পদক্ষেপ ভবিষ্যতে ন্যায়বিচার এবং আইনগত সহায়তার প্রসার ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নতুন পদে দায়িত্ব গ্রহণের পর অ্যাডভোকেট মো. ওবায়দুল ইসলাম সকলের সহযোগিতা কামনা করেন এবং আইনগত সহায়তা প্রদানে নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন।