সিরাজগঞ্জে জুতার ভেতরে মিলল ৩৩ লাখ টাকার মাদক | Daily Chandni Bazar সিরাজগঞ্জে জুতার ভেতরে মিলল ৩৩ লাখ টাকার মাদক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪ ২৩:৪৯
সিরাজগঞ্জে জুতার ভেতরে মিলল ৩৩ লাখ টাকার মাদক
খবর বিজ্ঞপ্তিঃ

সিরাজগঞ্জে জুতার ভেতরে মিলল ৩৩ লাখ টাকার মাদক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সিরাজগঞ্জ একটি সফল অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় পরিবহনকালে ৩৩৪ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

র‌্যাব-১২ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম এর দিকনির্দেশনায় এবং গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ১৬ ডিসেম্বর ২০২৪, রাত ২.৩০ ঘটিকায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এই মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে অভিনব কায়দায় আসামির পরিহিত চামড়ার জুতার ভিতরে সংরক্ষিত ৩৩৪ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ ৩৮০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মোরছালিন (২১)। তার পিতার নাম মো. ফরজেন আলী এবং বাড়ি বাজিতপুর (নতুনপাড়া), ইউনিয়ন-শেমপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মো. মোরছালিন দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে রাজধানী ঢাকায় মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

তার বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১২ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।