মহান বিজয় দিবস উপলক্ষে টিএমএসএস পরিচালিত ঢাকার মাসুদা মেটারনিটি হাসপাতালের উদ্যোগে সোমবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আহসান উল্লাহ চৌধুরী (হাসান)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার ও পশ্চিম কাজীপাড়া বাড়ির মালিক সমিতির সভাপতি মো. মতিউর রহমান।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন টিএমএসএস উপদেষ্টা ড. সঞ্জন কে দাস, পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়েশা বেগম, পরিচালক ড. ফাতেমা খাতুন (রিমা) এবং টিএমএসএস-এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্যাম্পে গাইনী, মেডিসিন, সার্জারি ও শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও রোগীদের ফ্রি মেডিসিন বিতরণ, বিশেষ ছাড়ে প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা, ডিজিটাল এক্স-রে, ইসিজি, আলট্রাসনোগ্রাফি এবং সব ধরনের অপারেশন, নরমাল ডেলিভারি ও সিজারিয়ান সেবা প্রদান করা হয়।
উল্লেখ্য, টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতালের এই ফ্রি মেডিকেল ক্যাম্প এলাকার মানুষের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।