নিজের শিশু সন্তানকে হত্যার চেষ্টা, পিতা আটক | Daily Chandni Bazar নিজের শিশু সন্তানকে হত্যার চেষ্টা, পিতা আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:৩৪
নিজের শিশু সন্তানকে হত্যার চেষ্টা, পিতা আটক
উপজেলা সংবাদদাতা, গঙ্গাচড়া, রংপুর ঃ

নিজের শিশু সন্তানকে হত্যার চেষ্টা, পিতা আটক

রংপুরের গঙ্গাচড়ায় পারিবারিক কলহের জের ধরে নিজের ১১ মাস বয়সী শিশু সন্তানকে হত্যার চেষ্টা করেছেন তার পিতা। এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত পিতাকে আটক করে গঙ্গাচড়া মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

অভিযুক্ত পিতার নাম সজিব মিয়া (২৫), তিনি গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ কোলকোন্দ এলাকার বাসিন্দা। ভুক্তভোগী মা হামিদা বেগম অভিযোগ করেন যে, সজিব মিয়া দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন।

ঘটনার দিন ১৬ ডিসেম্বর সন্ধ্যায়, সজিব মিয়া তার শশুরবাড়িতে অবস্থানরত শিশুটিকে হত্যার উদ্দেশ্যে স্ত্রীর কোল থেকে ছিনিয়ে নিয়ে মারধর করেন এবং শিশুটিকে মাটিতে আছাড় দেন। এতে শিশুটির মাথা ফেটে রক্তাক্ত হয়ে যায় এবং নাক দিয়ে রক্ত বের হয়।

এ ঘটনায় মা ও শিশুটি গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান, যেখানে শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা সজিব মিয়াকে ধরে পুলিশে সোপর্দ করলে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ জানান, “এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।