ধুনটে বাঙ্গালী নদীতে গোসল করতে গিয়ে গৃহবধূ নিখোঁজ | Daily Chandni Bazar ধুনটে বাঙ্গালী নদীতে গোসল করতে গিয়ে গৃহবধূ নিখোঁজ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:৪০
ধুনটে বাঙ্গালী নদীতে গোসল করতে গিয়ে গৃহবধূ নিখোঁজ
উপজেলা সংবাদদাতা, ধুনট, বগুড়াঃ

ধুনটে বাঙ্গালী নদীতে গোসল করতে গিয়ে গৃহবধূ নিখোঁজ

বগুড়ার ধুনট উপজেলার বিলচাপড়ী বাঙ্গালী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ গৃহবধূ আয়শা খাতুনকে (২০) উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবরিদল। ছবি- সংবাদদাতা

বগুড়ার ধুনটে বাঙ্গালী নদীতে গোসল করতে গিয়ে আয়েশা খাতুন (২০) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। সোমবার উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের বাঙ্গালী নদীতে এই ঘটনা ঘটে। নিখোঁজ গৃহবধু আয়শা খাতুন বিলচাপড়ী দক্ষিণপাড়া এলাকার আবু বক্করের স্ত্রী।

স্থানীয়রা জানান, সোমবার ভোরে আয়েশা খাতুন বাড়ির পাশের বাঙ্গালী নদীতে গোসল করতে যায়। কিন্তু দীর্ঘ সময়েও স্ত্রী বাড়িতে ফিরে না আসায় স্বামী আবু বক্কর তাকে খুঁজতে নদী পাড়ে গিয়ে তার পায়ের স্যান্ডেল দেখতে পায়। পরে স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুজির পরও আয়েশা খাতুনের কোন সন্ধান না পেয়ে ধুনট ফায়ার সার্ভিসে খবর দেয়।

এবিষয়ে ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হামিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে সোমবার সকাল ১১টা থেকে ডুবরিদল নদীতে উদ্ধার অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।