নাটোরে মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলি -বুলেট উদ্ধার | Daily Chandni Bazar নাটোরে মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলি -বুলেট উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:৪২
নাটোরে মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলি -বুলেট উদ্ধার
নাটোর জেলা সংবাদদাতাঃ

নাটোরে মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলি -বুলেট উদ্ধার

 নাটোরের বাগাতিপাড়ায় মধ্যরাতে এক বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ করেছে দূর্বৃত্তরা। সোমবার(১৬ ডিসেম্বর) রাত ১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিএনপি নেতা রশিদ চৌধুরী দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। 
রাশি চৌধুরী বলেন,সোমবার রাতে তিনি সহ পরিবারের চার সদস্য ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। গুলির শব্দ শুনে তারা বাড়ীর ভিতরে ছুটাছুটি শুরু করেন। কিছুক্ষণ পর গুলি থেমে যায় এবং দূর্বৃত্তরা পালিয়ে যায়। 
দয়ারামপুর বাজারের নাইট গার্ডের বরাত দিয়ে ওই নেতা আরোও জানান, দুইটি মোটর সাইকেলযোগে মোট ছয়জন দূর্বৃত্ত্ব তার বাড়িতে গুলি চালিয়ে মালঞ্চি বাজারের দিকে চলে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিস্তলের দুটি তাজা গুলি ও সাতটি খোসা উদ্ধার করেছে। গুলির ঘটনায় বিএনপি নেতা রশিদ চৌধুরীর বাড়ির থাইগ্লাস ও দেয়াল ফুটো হয়ে যায়। ভীতি ছড়াতে তার বসতঘরের কাঁচের জানালায় গুলি চালানো হয়েছে বলে ধারনা ধারনা বিএনপি নেতা রশিদের। এ ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানান বিএনপি নেতা।