সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ সুন্নীয়ত বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাআতের পক্ষ থেকে সতর্কবার্তা | Daily Chandni Bazar সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ সুন্নীয়ত বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাআতের পক্ষ থেকে সতর্কবার্তা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৪ ০১:০৫
সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ সুন্নীয়ত বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাআতের পক্ষ থেকে সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক

সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ সুন্নীয়ত বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাআতের পক্ষ থেকে সতর্কবার্তা

সুন্নীয়তের সকল হক্বানী আলেম, পীর-মুর্শিদের বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর আহ্বান জানিয়েছেন উত্তরবঙ্গ (সকল জেলা) বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি ও হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মাদ এমএমডি. আশরাফ আলীমুল্লহ্ সিদ্দীকী।

প্রতিষ্ঠানটির প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, কোনো হক্বানী অলীর মাজার ও দরবার শরীফে ওহাবী-খারেজী গোষ্ঠীর আক্রমণ এবং সুন্নীয়তের কোন আলেমের মাহফিল বন্ধের অপচেষ্টা বরদাস্ত করা হবে না। তিনি সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব অন্যায় কর্মকাণ্ড দ্রুত বন্ধ করতে হবে।

তিনি স্পষ্টভাবে সতর্ক করে দিয়ে বলেন, “যদি সুন্নীয়তের হক্ব পীর-মুর্শিদ ও হক্বানী আলেমদের বিরুদ্ধে অন্যায় মামলা ও হামলা বন্ধ করা না হয়, তবে কোটি কোটি ভক্ত-মুরিদগণ প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হবে, ইনশা-আল্লাহ্।"

তিনি আরও জানান, সুন্নীয়ত রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ থেকে সকল অপশক্তির মোকাবিলা করা হবে।