ঘোড়াঘাটে অর্ধকোটি টাকার নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুইজন আটক | Daily Chandni Bazar ঘোড়াঘাটে অর্ধকোটি টাকার নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুইজন আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৪ ০১:১০
ঘোড়াঘাটে অর্ধকোটি টাকার নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুইজন আটক
উপজেলা সংবাদদাতা, ঘোড়াঘাট, দিনাজপুরঃ

ঘোড়াঘাটে অর্ধকোটি টাকার নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুইজন আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশ অভিযান চালিয়ে ৪৪ লাখ টাকার নেশাজাতীয় নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে। (১৮ ডিসেম্বর) রাতে ঘোড়াঘাট উপজেলার ৪নং ইউনিয়নের কামদিয়া রোডের রনি কল সংলগ্ন পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কামদিয়া রোড দিয়ে মাদকের একটি বড় চালান প্রবেশ করবে। এই সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টহল দল চেকপোস্ট স্থাপন করে। অভিযানে ২২ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গি গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত (৩৭) এবং দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মিতালি গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আকিনুর মিয়া (৩৬)।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি নাজমুল হক।