বগুড়া শহরে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে শহরের জহুরুল নগর ও শনিবার সকালে কলোনি বটতলা এলাকায় ঘটে এ দুই চাঞ্চল্যকর ঘটনা।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদর থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন আহত যুবকের পরিবার।
ছুরিকাঘাতে আহত তারেক
শনিবার সকালে ছিনতাইয়ের শিকার হন তারেক (৪০), যিনি মালগ্রাম চাপড়পাড়ার আলী আজমের ছেলে এবং যমুনা গ্যাস ডিস্ট্রিবিউটর "মালিয়া এন্টারপ্রাইজ"-এর ব্যবস্থাপক।
তারেকের প্রতিবেশী হাসানের ভাষ্যমতে, সকালে তিনি বাসা থেকে ১০ লাখ টাকার একটি ব্যাগ নিয়ে যমুনা গ্যাস কোম্পানিতে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হন। পথে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে এবং টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পুলিশের বক্তব্য
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, “অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। আহত ব্যবসায়ীর অবস্থা গুরুতর।”
আগের রাতেও রিকশাচালক ছিনতাইয়ের শিকার
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের সরকারি আজিজুল হক কলেজের পেছনে জহুরুল নগর এলাকায় আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। রিকশাচালককে ছুরিকাঘাত করে তার টাকা কেড়ে নিয়ে হাত-পা বেঁধে ডোবার ধারে ফেলে যায় ছিনতাইকারীরা।
ওসি মঈনুদ্দীন বলেন, “এ ঘটনাটিও আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”
দুটি ঘটনায় শহরের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনের জন্য তৎপর রয়েছে।