ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ঐতিহ্যবাহী নেকমরদ ওরশ মেলায় অংশ নিতে এসে শহীদ স্মৃতিস্তম্ভে জুতা পায়ে নাচ ও টিকটক ভিডিও বানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন হিরো আলম ও তার সঙ্গী রিয়া মনি।
বৃহস্পতিবার বিকেলে রাণীশংকৈলের খুনিয়াদিঘি শহীদ স্মৃতিস্তম্ভের ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও তৈরি করেন তারা। উপস্থিত দর্শকরা এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এতে সাধারণ মানুষের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।
মুক্তিযোদ্ধাদের প্রতিক্রিয়া
বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম বলেন, “জুতা পায়ে স্মৃতিস্তম্ভে নাচগান করা শহীদদের প্রতি চরম অবমাননা। এটি মেনে নেওয়া যায় না। বিষয়টি আমি ইউএনও মহোদয়কে জানাব।”
মেলা কমিটির অবস্থান
নেকমরদ মেলা কমিটির সেক্রেটারি রুহুল আমীন বলেন, “ঘটনার বিষয়ে আমি অবগত। হিরো আলম ইতোমধ্যে রাতে শো শেষ করে ঢাকা ফিরে গেছেন।”
পুলিশ ও প্রশাসনের প্রতিক্রিয়া
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, “বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সামাজিক প্রতিক্রিয়া
স্মৃতিস্তম্ভে এমন আচরণ শহীদদের স্মৃতির প্রতি চরম অবজ্ঞার শামিল বলে মনে করছেন স্থানীয়রা। ঘটনাটি মুক্তিযুদ্ধের চেতনাবোধে আঘাত করেছে উল্লেখ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় হিরো আলম ও তার সঙ্গীর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে কিনা, তা নিয়ে এখন সবার নজর।