নন্দীগ্রামে চালককে হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাই | Daily Chandni Bazar নন্দীগ্রামে চালককে হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:১৫
নন্দীগ্রামে চালককে হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাই
উপজেলা সংবাদদাতা, নন্দীগ্রাম, বগুড়াঃ

নন্দীগ্রামে চালককে হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাই

বগুড়ার নন্দীগ্রামে হাত-পা ও মুখ বেঁধে চালককে জলাশয়ে ফেলে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধা ৭টার দিকে নন্দীগ্রাম উপজেলার ঢাকুইর-নামুইট রাস্তার মাঝামাঝি এলাকায় এঘটনাটি ঘটে। ছিনতাইয়ের শিকার ইজিবাইক চালক রাশেদ হোসেন (২৫) নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের রতন বৈরাগির ছেলে। ইজিবাইক চালক মো: রাশেদের স্ত্রী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রতিদিনের মত রাশেদ বাড়ি থেকে ব্যাটারি চালিত তিনচাকার ইজিবাইক নিয়ে নন্দীগ্রামের উদ্দেশ্য বের হয়। পাটগাড়ি যাবার কথা বলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে একজন মহিলা ও দুইজন পুরুষ তার ইজিবাইকে উঠে। এরপর নন্দীগ্রাম জনতা মার্কেটের সামনে গিয়ে আরো দুইজন পুরুষ তার ইজিবাইকে উঠে নন্দীগ্রাম ঢাকুইর-নামুইট রাস্তার মাঝামাঝি এলাকায় গিয়ে পৌছিলে ছিনতাইকারীরা সুযোগ বুঝেই ইজিবাইক চালক রাশেদকে হাত-মুখ বেঁধে মাথায়, গোলায় ও বুকে ছুরি ঠেকিয়ে বেধড়ক মারপিট করে। এরপর ইজিবাইক চালক রাশেদের হাত,মুখ বাঁধা অবস্থায় জমির মধ্যে ফেলে রেখে ইজিবাইক নিয়ে যায়।
 
এবিষয়ে নন্দীগ্রাম থানার এসআই নাজমুল হক জানান, ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। আমরা ছিনতাই হয়ে যাওয়া ইজিবাইকটি উদ্ধার করার চেষ্টা করছি। আশা করি তা উদ্ধার হবে।