বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে গুরু চন্দ্র বর্মণ (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরু চন্দ্র বর্মণ উপজেলার নশরতপুর ইউনিয়নের পুসিন্দা হিন্দুপাড়া গ্রামের মৃত গোপাল বর্মণের ছেলে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
জানা যায়, উপজেলার নশরতপুর ইউনিয়নের পুসিন্দা হিন্দুপাড়া গ্রামের গুরু চন্দ্র বর্মণের সঙ্গে একই গ্রামের একটি মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর মেয়ের পরিবারে বিষয়টি জানাজানি হলে মেয়ের বাবা তাদের সম্পর্কে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে মেয়ের বাবার সাথে ছেলের ঝামেলা হয় এবং ছেলেকে তার মেয়ের পথ থেকে সড়ে যেতে বলেন। পরে ছেলে অভিমান করে গত বুধবার রাতে নিজ বাড়িতে সবার অজান্তে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। খরব পেয়ে তার বাড়ি থেকে স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যায় গুরু চন্দ্র বর্মণ।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।