দিনাজপুরের ফুলবাড়ীতে ড্রেন পাইপ বসানো নিয়ে হামলায় আহত ২ | Daily Chandni Bazar দিনাজপুরের ফুলবাড়ীতে ড্রেন পাইপ বসানো নিয়ে হামলায় আহত ২ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:৪৭
দিনাজপুরের ফুলবাড়ীতে ড্রেন পাইপ বসানো নিয়ে হামলায় আহত ২
উপজেলা সংবাদদাতা, ফুলবাড়ি, দিনাজপুরঃ

দিনাজপুরের ফুলবাড়ীতে ড্রেন পাইপ বসানো নিয়ে হামলায় আহত ২

আহত কহিনুর বেগম ও জান্নাতুল। ছবি: সংবাদদাতা/চাঁদনী বাজার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের নন্দলালপুর (মহেশপুর) গ্রামে বাড়ির ড্রেন পাইপ বসানো নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আকতারুজ্জামানের মা কহিনুর বেগম (৬০) ও ভাবী জান্নাতুল ফেরদৌসী (৩৫) গুরুতর আহত হয়েছেন।

ঘটনার বিবরণ
১৯ ডিসেম্বর ফুলবাড়ী থানায় দায়ের করা এজাহারের তথ্য অনুযায়ী, আকতারুজ্জামানের পরিবার ড্রেনে পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানোর কাজ করছিল। এ সময় প্রতিবেশী মাসুদ রানা, আলাউদ্দিন মন্ডল, শাহাদত হোসেন, শাহিন আলম, নুরনাহার বেগম, মমতাজ উদ্দীন ও ফারজানা বেগম বাধা দেয়। কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা লাঠি, রড এবং কোদাল নিয়ে হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, শাহাদত হোসেন কোদাল দিয়ে কহিনুর বেগমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। শাহিন আলম রড দিয়ে আকতারুজ্জামানের পিতাকে মারধর করে। শাশুড়ি ও শ্বশুরকে বাঁচাতে গেলে জান্নাতুল ফেরদৌসীকেও আঘাত করা হয়।

আহতদের অবস্থা
আহত কহিনুর বেগম ও জান্নাতুল ফেরদৌসীকে স্থানীয় লোকজন উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

পুলিশের পদক্ষেপ
এই ঘটনার পর আকতারুজ্জামান সাতজনকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি এজাহার দাখিল করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় প্রতিক্রিয়া
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শাস্তি এবং আহতদের সুবিচার দাবি করেছেন।