বগুড়া সেনানিবাসে গলফ ক্লাবের আয়োজনে "ভিক্টোরি ডে’' টুর্নামেন্ট অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়া সেনানিবাসে গলফ ক্লাবের আয়োজনে "ভিক্টোরি ডে’' টুর্নামেন্ট অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৪ ০১:৪১
বগুড়া সেনানিবাসে গলফ ক্লাবের আয়োজনে "ভিক্টোরি ডে’' টুর্নামেন্ট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

বগুড়া সেনানিবাসে গলফ ক্লাবের আয়োজনে

বগুড়া সেনানিবাসের গলফ ক্লাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২১শে ডিসেম্বর-২৪ইং শনিবার গলফ ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে ৬ষ্ঠ রানার "ভিক্টরি ডে" গলফ টুর্নামেন্ট-২০২৪ এর গত ০৩ দিনের এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে গলফ ক্লাবের প্রেসিডেন্ট জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়ার মেজর জেনারেল খালেদ-আল-মামুন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। 
 
উক্ত সমাপনী অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের গলফ ক্লাবের প্রেসিডেন্ট জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়ার মেজর জেনারেল খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি এই টুর্নামেন্টটি আয়োজনের জন্য রানার গ্রুপের চেয়ারম্যানসহ সকল উর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
 
এসময় তিনি বলেন  যে, বগুড়া সেনানিবাসের গলফ ক্লাব বিভিন্ন গলফ টুর্নামেন্টের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবছর রানার গ্রুপ বড় পরিসরে ৬ষ্ঠ বারের মত প্রতিযোগিতাটির আয়োজন করছে। প্রতিযোগিতাটি গত ১৯শে ডিসেম্বর-২০২৪ইং হতে শুরু হয়ে ২১শে ডিসেম্বর-২০২৪ইং তারিখে শেষ হলো। এই প্রতিযোগিতায় বগুড়া অঞ্চলসহ বিভিন্ন স্থান হতে শতাধিক গলফার অংশ গ্রহণ করেন। সবার মাঝে গলফ খেলাটিকে আরও জনপ্রিয় করার উদ্দেশ্যে বগুড়া গলফ ক্লাবের বিভিন্ন প্রয়াস চলমান রয়েছে। সমাপনী অনুষ্ঠানে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ক্লাবের প্রেসিডেন্টের সাথে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।
 
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও ক্লাবের অসামরিক সদস্যবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দগণ উপস্থিত ছিলেন।